সরকার ২৬ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বকেয়াসহ বেতন ভাতা পরিশোধের নিশ্চয়তা দিলেও এখনও ৮৫ শতাংশ গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতার নিশ্চয়তা নেই বলে অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোশরেফা মিশু।তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে শনিবার সকালে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।মোশরেফা মিশু বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে মাত্র ১৫ শতাংশ কারখানা ১৫ দিনের বেতন দেবে। ৪৫ শতাংশ কারখানা ৪০ থেকে ৪৫ শতাংশ বোনাস দেবে। বেশিরভাগ কারখানাই বেতনের নিশ্চয়তা নেই।’মিশু অবিলম্বে সরকারকে তদন্ত সাপেক্ষে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নিশ্চয়তা দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার ও অর্থ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
Advertisement