দেশজুড়ে

থার্টি ফার্স্টের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে।

নিহতের বড়ভাই মিনহাজের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করতে নিজ বাড়ির পাশে রাত পৌনে ৮টার দিকে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ। পরে বাড়ির পাশে কাউকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান তার বড় ভাই। তিনি গিয়ে দেখেন তারই ছোটভাই মিরাজ পড়ে আছে। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এসআই আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/কেএসআর