আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বর্ষবরণে কলকাতাজুড়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসা বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা দেবেশচন্দ্র সরকার বলেন, বাংলাদেশি পর্যটকরা কলকাতায় না এলে বর্ষবরণের আনন্দ বুঝবে না। আর আমি নতুন বছর নতুন জায়গায় কাটাতে পারছি। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে; বেশ ভালো লাগছে। আগামী বছর পৃথিবী শান্তিময় হবে- এই কামনা করি।
৩১ কোটি টাকার মালিক হলেও ইমরান খানের নেই নিজের গাড়ি
Advertisement
মনোননয়পত্রের তথানুসারে, ২০২৩ সালে তার মোট সম্পত্তির পরিমাণ বেড়ে ৩১৫ দশমিক ৯ মিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। তাছাড়া লাহোরের জামান পার্কের বাসভবন নির্মাণ করতে ৪৮ দশমিক ৬ মিলিয়ন রুপি ব্যয় হয়েছে। বিভিন্ন স্থানে জায়গা-জমি, ফ্ল্যাট ও দোকান থাকার তথ্যও জানিয়েছেন ইমরান খান। তবে তার মালিকানায় কোনো ব্যক্তিগত গাড়ি নেই।
বয়কটে ব্যবসায় ধস, মামলা করলো ম্যাকডোনাল্ডস
ইসায়েল-হামাস যুদ্ধ কেন্দ্র করে মালয়েশিয়ায় বয়কটের ডাক দেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফুড চেইন `ম্যাকডোনাল্ডস'। ‘মিথ্যা ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করেছে তারা। মামলায় ৬ লাখ রিংগিত বা ১৩ লাখ ডলার ক্ষতিপূরণও চেয়েছে ফুড চেইনটি।
৬ মুসলিম দেশের জন্য ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য
Advertisement
ছয়টি মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। দেশগুলো হলো জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইন। নতুন বছরের ২২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য এসব দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে, যার আবেদন করা যাবে মাত্র ১০ ইউরোতে বা ১২০০ টাকায়।
তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিলো কাজাখস্তান
শুক্রবার (২৯ ডিসেম্বর) কাজাখ রাষ্ট্রীয় বার্তাসংস্থা কাজিনফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনগুলোর তালিকায় নেই। সুতরাং আমরাও তাদের সেটা বলতে পারি না।
ভোটাধিকার কেড়ে নেবে বিজেপি: আশঙ্কা অখিলেশ যাদবের
বিজেপি ফের ক্ষমতায় এলে ভারতের বড় সর্বনাশ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধীদের শেষ করার সব চেষ্টাই করেছে বিজেপি। এবার ২০২৪ লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবে নরেন্দ্র মোদীর দল।
বিদ্রোহীদের তোপে ভারতে পালালো মিয়ানমারের ১৫১ সেনা
বিদ্রোহীদের আক্রমণের মুখে ভারতে পালিয়েছে মিয়ানমারের ১৫১ সেনা সদস্য। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) মিজোরামের লংটলাই জেলার তুইসেন্টলাং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। শনিবার আসাম রাইফেলসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পালিয়ে আসা মিয়ানমার সেনা সদস্যদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজায় লড়াই আরও কয়েক মাস চলবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মিশরের সঙ্গে গাজার সীমান্ত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ থাকা উচিত। শনিবার তিনি আভাস দিয়েছেন যে, ফিলিস্তিনি এই উপত্যকা ও অন্যান্য স্থানে লড়াই আরও কয়েক মাস চলতে পারে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই শুধু ওই অঞ্চলেই নয় বরং তা লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনকেও জড়িয়ে ফেলেছে।
কোরীয় উপদ্বীপে যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে: কিম
পাঁচ দিনের দলীয় বৈঠকের শেষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেন, যুদ্ধকে অপরিহার্য করে তোলা হচ্ছে। আমাদের লক্ষ্য করে শত্রুদের বেপরোয়া আচরণে কোরিয়া উপদ্বীপে যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যে কোনো হামলার জবাবে পারমাণবিক বোমা ব্যবহারের জন্যও প্রস্তুত থাকার কথা বলেন উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক।
সমকামীদের পাথর মারা উচিত: বুরুন্ডির প্রেসিডেন্ট
বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এনদাইশিমিয়ে সমকামীদের পাথর ছুঁড়ে মারার আহ্বান জানিয়েছেন দেশটির নাগরিকদের। সম্প্রতি বুরুন্ডিতে যৌন সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযান বেড়েছে। সামাজিকভাবে বয়কট করা হচ্ছে এলজিবিটি লোকদের। একই সঙ্গে সমকামিতার অপরাধের শাস্তি হিসেবে রাখা হয়েছে দুই বছরের কারাদণ্ড।
এসএএইচ/এমএস