বিয়ের আগে বিভিন্ন কায়দায় হবু বর-কনের ফটোশুট এখন ‘ট্রেন্ডিং’। লাখ লাখ টাকা খরচ করে পেশাদার ফটোগ্রাফার দিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট করিয়ে থাকেন তরুণ-তরুণীরা। কখনো বাড়ির আশপাশে, কখনো আবার শহরের বাইরে গিয়েও চলে ফটোশুট। এমনই প্রি-ওয়েডিং ফটোশুট করাতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন দিল্লির এক যুগল।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, দিল্লি থেকে উত্তরাখণ্ডের হৃষীকেশে গিয়ে গঙ্গা নদীতে ফটোশুট করতে গিয়েই বিপদে পড়েন যুগল। খরস্রোতা নদীতে প্রায় ডুবেই যাচ্ছিলেন যুবক। শেষমেশ স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সদস্যদের তৎপরতায় প্রাণ বাঁচে দুজনেরই।
আরও পড়ুন>> পিকনিকে শিক্ষিকা-ছাত্রের আপত্তিকর ফটোশুট ভাইরাল
হবু বর-কনের নাম মানস খেদা (২৭) ও অঞ্জলি আনেজা (২৫)। গঙ্গা নদীতে নেমে প্রি-ওয়েডিং ফটোশুট করাচ্ছিলেন তারা। যখন তারা নদীতে নামেন, তখন পানি কমই ছিল। কিন্তু হঠাৎ পানি বেড়ে যাওয়ায় মাঝগঙ্গায় আটকা পড়েন এ যুগল।
Advertisement
সেখান থেকে সরে আসতে গিয়ে মানসের পা পিছলে যায়, জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। মানস ও অঞ্জনা দু’জনেই পানির ভেতরে আটকা পড়েন।
আরও পড়ুন>> পাত্রপক্ষ ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে দিলেন কনে!
মাঝনদীতে যুগলকে ডুবন্ত অবস্থায় দেখে বেয়াসি পুলিশ চেকপোস্টে খবর দেন স্থানীয়রা। পরে এসডিআরএফ দল এসে তাদের উদ্ধার করে। মানসের অবস্থা সংকটজনক দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকাকেএএ/
Advertisement