রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ দিনগত রাত ২টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের সামনের অংশের যে করিডোর সেখানে আগুনের আলামত পাওয়া গেছে। শুধু করিডোর অংশটুকুই পুড়েছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। আমরা খবর পেয়েই এসেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী মাহিয়া মাহি বলেন, রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
এরআগে শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহি। সে সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন আমাকে বাধা দিচ্ছে। নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন মাহি।
Advertisement
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস