সাহিত্য

গৌতম সূত্রধরের দুটি কবিতা

যে চলে যায়

Advertisement

যে চলে যায় তো যা-ই যে ভালোবাসে সে থাকেইযে ভালোবাসে না সে যা-ই তাকে রাখা যায় না কোনো মতেই!

হাজার চেষ্টা বিরহ মায়া-হাজার প্রেম দিয়েও না,যে চলে যায় তো যা-ই তাকে রাখা যায় না কোনো মতেই!

সে এসেছে হয়তো বা স্বার্থেহয়তো বা খেয়ালে, আনমনে প্রয়োজনে সে দূরে-অথবা সময়ের স্রোতে চলে যায়। যে চলে যায় তো যা-ই তাকে রাখা যায় না কোনো মতেই!

Advertisement

যেখানে প্রিয় জীবনটাও চলে যায়-শত মোহ মায়া ছেড়ে;সেখানে আর বাকিসব তুচ্ছ।তবুও মানুষের নরম মন তোচলে যাওয়াতে পোড়ে, হতাশ হয়,হায় কত বিরহ-কাব্য!

এখানে একটা ফুলের টোকা পড়লেও কত তার বেদনা-আকুলতা!যে প্রেম, যে মায়ায় নিজের কর্তৃত্ব শূন্য সেখানে চোখের জল নিরর্থক।

তবুও মানুষের নরম মন যুক্তি কি আর খোঁজ! যে চলে যায় তো যা-ই তাকে বাঁধা যায় না কোনো মতেই।

****

Advertisement

মনের হিসেব

জীবন চলে জীবনের মতোনেশায় চলে মন,প্রেম-আবেগ বুকে লইয়া ঘোরে বৃন্দাবন!

কত আশায় কত নেশায়জীবন চলে যায়,মন কি তাহা মানে নাকিমরে যে বেদনায়!

কত যে এলো কত যে গেলমন হিসেব করে,দুঃখে-সুখে কতকালকেইবা থাকে পড়ে!

এসইউ/জিকেএস