শিক্ষা

নতুন শিক্ষাক্রমে মাদরাসার বই রূপান্তরে ‘জুজুর ভয়’

নতুন শিক্ষাক্রমে বদলে গেছে দেশের শিক্ষা পদ্ধতি। মুখস্ত নির্ভরতা ছেড়ে হাতে-কলমে শেখার গুরুত্বই এখন বেশি। আগামীকাল শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এ শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমে পড়ানো হবে সাত শ্রেণিতে। সাধারণ শিক্ষার মতো মাদরাসাতেও সাত শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পড়বে শিক্ষার্থীরা। কিন্তু তাদের হাতে থাকবে আগের সিলেবাসের বেশ কয়েকটি বই। ফলে ২০২৪ সালেও মাদরাসায় নতুন শিক্ষাক্রমে পুরোদমে পাঠদান চালু সম্ভব হচ্ছে না। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

Advertisement

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারাও এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য জানান। কেউ বলছেন, জানুয়ারিতে মাদরাসার বইগুলোর রূপান্তর শুরু হবে। আবার কেউ বলেছেন জুলাইয়ের আগে সম্ভব নয়। আবার এনসিটিবির মাদরাসার বই সম্পাদনার কাজ করা কর্মকর্তা এ নিয়ে ‘কিছুই জানেন না’ বলে দাবি করেছেন। ফলে মাদরাসায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এখন চ্যালেঞ্জের মুখে।

এনসিটিবি সূত্র বলছে, মাদরাসার বিশেষ বইগুলো নতুন শিক্ষাক্রমে প্রণয়ন করা নিয়ে ‘ভয়’ কাজ করছে। মাদরাসায় নতুন শিক্ষাক্রম চালুর বিরোধিতা করে ধর্মীয় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল-গোষ্ঠী এখনো সরব। ফলে এ বিষয়ে কাজ করাটা এনসিটিবির জন্য চ্যালেঞ্জিং। এটিকে তারা অভ্যন্তরীণ ভাষায় ‘জুজুর ভয়’ বলে থাকেন।

আরও পড়ুন: শিক্ষাক্রম ঘিরেই বছরজুড়ে বিতর্ক, ছিল আন্দোলনের উত্তাপও

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে সাধারণ শিক্ষার মতো মাদরাসায়ও তিন শ্রেণিতে শুরু হয় নতুন শিক্ষাক্রমে পাঠদান। ইবতেদায়ি পর্যায়ে প্রথম শ্রেণিতে এবং দাখিল পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়েছে শিক্ষার্থীরা। ষষ্ঠ ও সপ্তমে তাদের বইয়ের সংখ্যা ১৫টি। এর মধ্যে ১১টি বই সাধারণ শিক্ষার মতোই।

বাকি চারটি বই মাদরাসার জন্য ‘বিশেষায়িত’। সেগুলো হলো— কোরআন মাজিদ ও তাজভিদ, আল আকায়েদ ওয়াল ফিকহ, আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া এবং কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ। এ চারটি বই নতুন শিক্ষাক্রমে রূপান্তর করা সম্ভব হয়নি। ফলে আগের বই পড়ছে শিক্ষার্থীরা। বছর শেষে নতুন শিক্ষাক্রমে ১১টি বিষয়ে সামষ্টিক মূল্যায়ন হলেও এ চার বিষয়ে নেওয়া হয় বার্ষিক পরীক্ষা।

এদিকে, ২০২৪ সালে মাদরাসায় অষ্টম-নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। অষ্টম শ্রেণিতে ১৬টি বই। তার মধ্যে চারটি বিষয় মাদরাসার বিশেষায়িত। সেগুলো হলো— কোরআন মাজিদ ও তাজভিদ, আল আকায়েদ ওয়াল ফিকহ, আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া এবং কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ। এ বইগুলো এবারও থাকছে পুরোনো সিলাবাসেই।

মাদরাসায় নতুন শিক্ষাক্রম চালুর বিরোধিতা করে ধর্মীয় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল-গোষ্ঠী এখনো সরব। ফলে এ বিষয়ে কাজ করাটা এনসিটিবির জন্য চ্যালেঞ্জিং। এটিকে তারা অভ্যন্তরীণ ভাষায় ‘জুজুর ভয়’ বলে থাকেন।

Advertisement

মাদরাসায় নবম-দশম শ্রেণিতে চতুর্থ বিষয়সহ বইয়ের সংখ্যা ২২টি। এ বছর নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। তবে সেখানেও মাদরাসার বিশেষায়িত ছয়টি বিষয়ের বইগুলো পুরোনো সিলেবাসেই পড়ানো হবে। সেগুলো হলো— কোরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরফি, আকায়েদ ও ফিকহ, আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ ও ইসলামের ইতিহাস।

আরও পড়ুন: ‘শিক্ষাক্রমের নামে প্রজন্ম ধ্বংসের নীলনকশা করেছে সরকার’

অন্যদিকে ইবতেদায়ি পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণিতে ২০২৪ সালে পড়ানো হবে নতুন শিক্ষাক্রমে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ছয়টি করে বই পড়বে মাদরাসা শিক্ষার্থীরা। তার মধ্যে তিনটি বই নতুন শিক্ষাক্রমে এবং বাকি তিনটি বই আগের সিলেবাসের। আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চমে আটটি করে বই পড়ানো হবে। তার মধ্যে পাঁচটি নতুন শিক্ষাক্রমে রূপান্তর করা বই। বাকি তিনটি আগের শিক্ষাক্রমে লেখা বই।

মাদরাসার বই রূপান্তর কবে?মাদরাসার বই নতুন শিক্ষাক্রমে রূপান্তর নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এখনো আলোচনাও করতে পারেনি। তারা এখন ব্যস্ত দশম শ্রেণির শিক্ষাক্রম প্রণয়নে। এ কাজ শেষ হতে সময় লাগবে জুলাই মাস পর্যন্ত। এরপর মাদরাসা ও কারিগরির বই রূপান্তর নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করবে এনসিটিবি। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডও এনসিটিবির সিদ্ধান্তের দিকে তাকিয়ে সময় পার করছে।

মাদরাসা বোর্ডের শিক্ষাক্রম বিশেষজ্ঞ ফেরদাউছুর রহমান বলেন, ‘এটা দ্রুত করা তো দরকার। এনসিটিবি যখন উদ্যোগ নেবে, তখন এটা হবে। আমরা বললেই এটা সম্ভব নয়।’

মাদরাসা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বই রূপান্তর কখন হবে, সেটা এনসিটিবি জানে। তারা আমাদের কোনো কাজে সহযোগিতা চাইলে সেটা করবো। নতুন বই তৈরির আগ পর্যন্ত আগের বইয়ে পড়াতে বাধ্য আমরা।’

মাদরাসা নিয়ে কাজ শুরু করতে কিছুটা দেরি হবে। জুলাই পর্যন্ত দশম শ্রেণির কাজ শেষ করে তারপর শুরু হবে এটা নিয়ে আলোচনা। ২০২৪ ও ২০২৫ সালেও নতুন শিক্ষাক্রমের বই মাদরাসা শিক্ষার্থীরা পাবে না।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘এটা করা জরুরি। কিন্তু মাদরাসার বিষয় তো হাত দেওয়াটাও ঝামেলা। বই উৎসব হয়ে যাক, জানুয়ারিতে আমরা এ নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবো।’

আরও পড়ুন: জিপিএ-৫ ছেড়ে এবার ‘ত্রিভুজ’ পাওয়ার লড়াই

তবে জুলাইয়ের আগে এ নিয়ে এনসিটিবি ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মশিউজ্জামান। জাগো নিউজকে তিনি বলেন, ‘মাদরাসা নিয়ে কাজ শুরু করতে কিছুটা দেরি হবে। জুলাই পর্যন্ত দশম শ্রেণির কাজ শেষ করে তারপর শুরু হবে এটা নিয়ে আলোচনা। ২০২৪ ও ২০২৫ সালেও নতুন শিক্ষাক্রমের বই মাদরাসা শিক্ষার্থীরা পাবে না। ২০২৬ সালের দাখিলেও অর্ধেক নতুন শিক্ষাক্রম ও অর্ধেক পুরোনো শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষা হবে।’

মাদরাসার বই সংশোধনে ‘জুজুর ভয়’যত উদ্যোগের কথাই বলা হোক, মাদরাসার বই সংশোধনে ‘জুজুর ভয়’ আছে বলে মনে করেন এনসিটিবির দাখিল বিভাগের সম্পাদক রেজাউল করিম। জাগো নিউজকে তিনি বলেন, ‘কোরআন, হাদিস, আরবি— ওসবে পরিবর্তন আনাটাও তো সমস্যা। হুজুররা প্রতিবাদ করেন। সরকারকেও তো তারা চাপে রাখেন।’

কাজ শুরুর বিষয়ে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি এখানে নতুন দায়িত্বে এসেছি। তাদের বই কয়টা, নাম কী তাও জানি না। ধীরে ধীরে বুঝে ওঠার চেষ্টা করছি। বই বিতরণ হয়ে গেলে বৈঠকে বিষয়টি তোলার চেষ্টা করবো।’

ধর্মীয় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের চাপের কথা স্বীকার করেছেন খোদ এনসিটিবি চেয়ারম্যানও। জাগো নিউজকে তিনি বলেন, ‘অনেকেই তো বিরোধিতা করেছেন, করছেন। ভালোটা বুঝতে পারছেন না। তারা ভাবছেন- কী না কী পরিবর্তন করে ফেলি। আসলে তো তাদের পড়াশোনা একই থাকবে। পড়ানোর পদ্ধতিটা হয়তো পরিবর্তন হবে। তাতে শিক্ষার্থীরা ভালোভাবে আনন্দের সঙ্গে শিখবে।’

আরও পড়ুন: ‘ত্রিভুজ-চতুর্ভুজের ফলাফল চাই না, লিখিত পরীক্ষা রাখতেই হবে’

তবে ভিন্ন তথ্য জানিয়েছেন শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মশিউজ্জামান। তিনি বলেন, ‘প্রথম দিকে কিছুটা আপত্তি থাকলেও এখন মাদরাসার দিক থেকেই বারবার অনুরোধ আসছে। তারা দ্রুত নতুন শিক্ষাক্রমে তাদের বইগুলোর পরিবর্তন চান। মাদরাসা শিক্ষার বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের নিয়েই আমরা বইগুলো রূপান্তরে কাজ করবো।’

যা বলছেন শিক্ষক-শিক্ষার্থীরাপুরোনো সিলেবাসের বই নিয়ে নতুন শিক্ষাক্রমে পড়তে বসার বিষয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটা হাস্যকর বলে মন্তব্যও করেছেন। অনেকে এটা পরিবর্তনের বিপক্ষে। তবে সচেতন শিক্ষকদের মতে, একটি শ্রেণিতে অর্ধেক নতুন, অর্ধেক পুরোনো শিক্ষাক্রমে পড়ানো ঝামেলার কাজ। পাশাপাশি শিক্ষার্থীরাও এতে তালগোল পাকিয়ে ফেলতে পারে। তারা যত দ্রুত সম্ভব মাদরাসার বইগুলো নতুন শিক্ষাক্রমে রূপান্তরের পক্ষে মত দিয়েছেন।

এখানে আসলে কোনো সমস্যা নেই। আগের যেসব কনটেন্ট ছিল, সেগুলোই থাকবে। আগে মুখস্ত পড়ে শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখতো। এখন সেটা পড়বে, বুঝবে এবং বাস্তবে করবে।

গাজীপুরের মদিনাতুল উলুম কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও কোরআনের হাফেজ রেজওয়ান রুহানি জাগো নিউজকে বলেন, ‘হাফেজি শেষ করে আমি আলিয়া মাদরাসায় পড়ছি। মূলত ডিগ্রি বা সার্টিফিকেটের জন্যই পড়ছি। এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, যেভাবে এখন দাখিলে আরবি, তাজভিদ পড়ানো হয়, তাতে শিক্ষার্থীরা শিখতে পারে না। এটা এমনভাবে শেখানো উচিত যাতে শিক্ষার্থীরা আত্মস্থ করতে পারে, আরবিতে অনর্গল কথা বলতে পারে। শুনেছি নতুন শিক্ষাক্রমে সেই ব্যবস্থা রয়েছে। তাহলে সেভাবেই বইটা সাজানো উচিত।’

তবে ঢাকা আলিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্র ভিন্নমত জানান। আব্দুল আলিম নামে ওই শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘মাদরাসার বিষয়গুলো নতুন শিক্ষাক্রমে লেখা হলে সেটা নিয়ে ঝামেলা হতে পারে। তারচেয়ে বরং আগের পদ্ধতি থাকাই ভালো।’

আরও পড়ুন: ‘শিক্ষা ক্যাডার আমলারা পরিচালনা করায় এ সংকট’

জানতে চাইলে ঢাকা আলিয়া মাদরাসার এক সহযোগী অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘নতুন শিক্ষাক্রম ভালো নাকি মন্দ, তা বলাটা আমরা পক্ষে সমীচীন নয়। আমি এ নিয়ে কয়েক ঘণ্টা কথা বলতে পারবো, তবে বলবো না। শুধু এটুকু বলবো- সরকার যেহেতু মাদরাসায়ও নতুন শিক্ষাক্রম পুরোদমে চালু করছে, তাহলে মাদরাসার বইগুলোও সেভাবে রূপান্তরে উদ্যোগ নেওয়া উচিত ছিল। এটা করতে যদি আরও দুই বছর লেগে যায়, তাতে মাদরাসায় পাঠদানে শিক্ষকরা বিড়ম্বনায় পড়বেন। শিক্ষার্থীরাও তালগোল পাকাবে।’

‘ভয়-সংশয়’ নেই বলছেন বিশেষজ্ঞরা মাদরাসার বই নতুন শিক্ষাক্রমে রূপান্তরে এনসিটিবি দ্বিধায় ভুগলেও এ নিয়ে কোনো ভয়-সংশয় থাকার প্রশ্নই নেই বলে মনে করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করা অধ্যাপক আব্দুর রশীদ জাগো নিউজকে বলেন, ‘এখানে আসলে কোনো সমস্যা নেই। আগের যেসব কনটেন্ট ছিল, সেগুলোই থাকবে। আগে মুখস্ত পড়ে শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখতো। এখন সেটা পড়বে, বুঝবে এবং বাস্তবে করবে। যেমন- ওজু কীভাবে করতে হয়, নামাজ কীভাবে পড়তে হয়। পাশাপাশি আরবি ভাষাটাও তারা ভালোভাবে শিখবে।’

তিনি বলেন, ‘এখন কোনো হুজুর বা ধর্মীয় নেতারা এটা নিয়ে আপত্তি তোলেন কি না তা তো জানি না। যারা আপত্তি করছেন, তারা জেনে-বুঝে বলছেন নাকি আপত্তি করতে হবে সেই খাতিরে বিরোধিতা করছেন- সেটাও ভেবে দেখতে হবে। আমি যতটুকু বুঝি-জানি, তা হলো- নতুন শিক্ষাক্রমে মাদরাসার বই রূপান্তরে ইসলামি শিক্ষার বা ইসলামি দর্শনের ক্ষেত্রে অসামঞ্জস্য কিছু হবে না।’

এএএইচ/কেএসআর/জেআইএম