মুক্তি পেয়েছে দেশাত্মবোধক নতুন গান ‘আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ’। কবি ও গীতিকার তারেক হাসানের কথায় গানটিতে সুর করেছেন ফরহাদ হোসাইন। গেয়েছেন কণ্ঠশিল্পী জেসমিন আক্তার।
Advertisement
গানটির সংগীতায়োজন করেছেন জামিউল হাসান। সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন জহুরুল হক জনি। এটি টি-মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: নতুন বছরে সুকুমার বাউলের ‘মানব দেহ’
গানটিতে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলা হয়েছে। এটি উৎসর্গ করা হয়েছে গীতিকার তারেক হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলামকে। তারেক হাসান এ প্রসঙ্গে বলেন, আশা করি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে। গানটি নতুন প্রজন্মের কাছে দেশ প্রেমের বার্তা দেবে।
Advertisement
কণ্ঠশিল্পী জেসমিন আক্তার গানটি নিয়ে বলেন, এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে আমি আনন্দিত। গানের প্রতিটি কথা আমাকে আকৃষ্ট করেছে। আশা করি, শ্রোতারা ভালো বলবেন।
এমএমএফ/জিকেএস