রাজনীতি

লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন, কেউ ভোটকেন্দ্রে যাবেন না

লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন, কেউ ভোটকেন্দ্রে যাবেন না

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।

Advertisement

বিএনপির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে একতরফা ভোট বর্জনের আহ্বান জানান রিজভী।

রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। তিনি বলেন, এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।

লিফলেট বিতরণকালে রিজভীর সঙ্গে আরও ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ।

Advertisement

কেএইচ/এসএনআর/জেআইএম