সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বছরের শেষ ম্যাচটি থেকে কী বাংলাদেশকে কোনো সুসংবাদ দিতে পারবেন নাজমুল হোসেন শান্তর দল? নিউজিল্যান্ডকে হারিয়ে কী পারবে ঐতিহাসিক সিরিজ জয় উপহার দিতে? নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে তো বাংলাদেশই।
Advertisement
প্রথম দুই ম্যাচে টস ভাগ্য ছিল নাজমুল হোসেন শান্তর পক্ষে। শেষ ম্যাচে এসে এই ভাগ্যটা গেলো নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনারের পক্ষে। টস জিতলেন কিউই অধিনায়ক এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে।
আজকের ম্যাচেও খেলতে নামতে পারেননি লিটন দাস। ইনজুরির কারণে দলের বাইরে তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। একটি পরিবর্তন এসেছে দলে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম।
বাংলাদেশ একাদশ
Advertisement
রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেপরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাটম্যান, জেমস নিশাম, মিচেল সান্তনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
আইএইচএস/ইএ
Advertisement