স্বাস্থ্য

সব সুখের মূলে শারীরিক ও মানসিক সুস্থতা: বিএসএমএমইউ উপাচার্য

বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সব সুখের মূলে রয়েছে শারীরিক ও মানসিক সুস্থতা। এ সুস্থতার জন্য কায়িম শ্রম দরকার। কায়িক শ্রম হিসেবে খেলাধুলার বিকল্প নেই। নিজেরা সুস্থ থেকে চিকিৎসকরা রোগীদের সেবা দেন। তাদেরও খেলাধুলার প্রয়োজন।

Advertisement

শনিবার (৩০ ডিসেম্বর) শহীদ ডা. মিল্টন হলে মহান বিজয় দিবস উপলক্ষে ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর মানুষের শারীরিক সুস্থতার জন্য নানা উদ্যোগ নিয়েছি। খেলোয়াড়দের জন্য স্পোর্টস ক্লিনিক চালু করেছি। প্রতি শনিবার এখানে খেলোয়াড়দের চিকিৎসা সেবা দেওয়া হয়। ভবিষ্যতে খেলোয়াড়দের ডোপ টেস্টও এ এখানে চালু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অ্যাসোসিয়েশন ফর দ্যা স্ট্যাডি অফ দা লিভার ডিজিসেস বাংলাদেশ-এর সভাপতি ডা. সেলিমুর রহমান, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সভাপতি মো. আসাদুজ্জামান ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. এ কে এম সালেক উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

এএএম/এমআইএইচএস/জেআইএম