আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
তিনি বলেন, ‘যারা যুবসমাজ ও তরুণ সমাজ, প্রথমবার যারা ভোটার হবেন- শুধু কোটালীপাড়া-টুঙ্গিপাড়া নয়, সারা বাংলাদেশের জন্য আমার আহ্বান- নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় তাদের সাহায্য করতে হবে।’
শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার, আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট করে গড়ে তোলা হবে। যেন এই বাংলাদেশ শিক্ষা-দীক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে পারে। কারও কাছে মাথা নত করে নয়।’
Advertisement
আরও পড়ুন: ৭ জানুয়ারি দেখিয়ে দিন সুষ্ঠু নির্বাচন আমরাও করতে পারি
তিনি বলেন, ‘আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বিএনপি-জামায়াত জোট মিলে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। রেলের বগিতে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে মারে। রাস্তাঘাটে যেখানে সেখানে আগুন দেয়, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। এই দুর্বৃত্ত পরায়ণতা আমাদের বন্ধ করতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘এই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ হবে সেটাই আমাদের লক্ষ্য। সেজন্যই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আর এই সুযোগটা আপনারাই দিয়েছেন। কারণ, নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন।’
তিনি বলেন, ‘আমি জানি আমাদের অন্য এমপিদের নিজের এলাকা নিয়েই পড়ে থাকতে হয়। কিন্তু আমার তো এলাকা ৩০০টা। সব এলাকাই আমাকে দেখতে হয়। আমি দেখতে পারি কারণ আমার দায়িত্ব তো আপনারাই নিয়েছেন। আমার নির্বাচন তো আপনারাই করে দেন সবাই মিলে। সেদিক থেকে আমি সব থেকে সৌভাগ্যবান। আমি আজকে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
Advertisement
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ- সব ধর্মের মানুষ তার সমান অধিকার নিয়ে যার যার ধর্ম সে সে পালন করবে, সেটাই আমরা নিশ্চিত করেছি। সেটাই নিশ্চিত থাকবে।’
আরও পড়ুন: ভোটদানে বিএনপি বাধা দিলে মোকাবিলা করা হবে
তিনি বলেন, ‘জনগণের অধিকার নির্বাচনের অধিকার। ভোটের অধিকার। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো- এই স্লোগান দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি।’
এ দেশ নিয়ে, জনগণের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্রনাথ বিশ্বাস।
কেএসআর/জেআইএম