জাতীয়

নির্বাচনের নামে যেটা হচ্ছে, সেটাকে কী নামে অভিহিত করবো জানি না

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনের নামে যেটা হচ্ছে, সেটাকে কী নামে অভিহিত করি, সত্যিই জানি না। প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যদিও সাজানো। পরিষ্কারভাবে সাজানো। এটা অস্বীকার করছে না কর্তৃপক্ষ। সাজানো এবং অনেকটা আত্মঘাতীমূলক প্রতিযোগিতা হচ্ছে। কাজেই নির্বাচন হিসেবে দাবি করার যৌক্তিকতা থাকে। একইভাবে ভোটারের অংশগ্রহণ হবে।

Advertisement

তিনি বলেন, সে অংশগ্রহণ বলপূর্বক হোক, স্বেচ্ছায় হোক, সামাজিক নিরাপত্তার বলয় থেকে বের করে দেওয়া হবে সে হুমকির মাধ্যমে হোক, মানুষ ভোট দিতে না গেলে নজরদারির আওতায় পড়বো, সেই ভয়েই হোক। ভোটারের অংশগ্রহণ হবে কিছুটা।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না জানিয়ে টিআইবির নির্বাহী চেয়ারম্যান বলেন, নির্বাচনের নামে কিছু একটা হবে, যার মাধ্যমে ক্ষমতা নির্ধারিত হবে এবং সেটি পাকাপোক্ত হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত হচ্ছে না। একই সঙ্গে হচ্ছে না আগ্রহী দলের বা প্রার্থীর অংশগ্রহণমূলক একটা নির্বাচন। সমান প্রাতিযোগিতা ক্ষেত্র তৈরি করা ও তার ওপর ভিত্তি করে নির্বাচন সেটি হচ্ছে না। তা সত্ত্বে ক্ষমতা নির্ধারিত হবে ও তা পাকাপোক্ত হবে। তিনি আরও বলেন, এতে স্টেকহোল্ডারসহ অনেকেই নাখোশ হবেন। কিছু কিছু প্রতিবাদ করবেন কয়েকদিন। তারপর সব ঠিক হয়ে যাবে। ন্যায্যতার পথে যাত্রা আরও দীর্ঘ হবে। এসবের ফলে একচ্ছত্র ভুবন তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর প্রেক্ষিতে আমাদের সবাইকে মেনে নিতে হয়ে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পার্থক্য আছে। নরওয়েতে একটা শিশু জন্মের পর থেকে তার মৌলিক অধিকার পায়। তার সিস্টেম সেটা নিশ্চিত করে। আর আমার দেশে মৌলিক অধিকার চিৎকার করে চাইতে হয়।

Advertisement

তিনি বলেন, সবাইকে সোচ্চার হতে হবে। তার মাধ্যমে আমলাতন্ত্রের পাথরটা যথাসম্ভব ঠেলে নিয়ে যেতে হবে। আরেকটি যে সম্ভাবনা বা ঝুঁকি, এই প্রেক্ষিতে যারা একচ্ছত্র ভুবন তৈরি করছেন তাদের ভোলা উচিৎ নয়, আমি মনে করি তারা জানেন এই প্রেক্ষিতে অগণতান্ত্রিক শক্তির বিকাশ হয়। সেই সুযোগটি একচ্ছত্র ভুবন যারা তৈরি করছেন তারাই তৈরি করেছেন। আমরা সেটি চাই না। কেন না এটি সবার জন্য ঝুঁকিপূর্ণ।

এতে জেন্ডারভিত্তিক সহিংসতা, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য এবং ‘নীরব জনগোষ্ঠী’র কণ্ঠ শক্তিশালী করা বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মিডিয়া ব্রিফিংয়ে প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেন, উন্নয়ন কর্মী ও জেন্ডার বিশ্লেষক এম বি আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান।

মিডিয়া ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মিডিয়া ব্রিফিং এর প্রেক্ষিত ও তাৎপর্য উপস্থাপন করেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

Advertisement

এসএম/এমএইচআর/এএসএম