আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যেতে চেয়েছিলেন দেশটির পেসার ফজল হক ফারুকি, নাভিন-উল হক ও স্পিনার মুজিব-উর রহমান। যে কারণে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বোর্ড।
Advertisement
আগামী দুই বছর বিদেশের কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না তারা। শুধু তাই নয়, চলমান কোনো লিগের জন্য ছাড়পত্র দেয়া থাকলেও সেগুলো প্রত্যাহার করা হয়েছে।
আফগান বোর্ডের কঠোর এই সিদ্ধান্তের কারণে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন দুই পেসার ফজল হক ফারুকি এবং নাভিন-উল হক।
তবে স্পিনার মুজিব উর রহমান এখনও বোর্ডের সঙ্গে কোনো আলোচনায় আসেননি এবং স্কোয়াডে ফেরেননি। যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফারুকী-নাভিন ফিরলেও স্কোয়াডে নেই মুজিবের নাম।
Advertisement
দুই পেসারের ফেরার পর বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘তারা (ফারুকি ও নাভিন) এসিবির দিকে ফিরে এসেছেন। আবার নিজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে প্রকাশ করেছেন। বোর্ডকে সহায়তা করায় আগ্রহ দেখানোয় তাদের প্রশংসা করছে বোর্ড। তবে এ বিষয়ে বোর্ড যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, সেটি চলমান থাকবে।’
এর আগে নিষেধাজ্ঞার বিবৃতিতে বোর্ড জানিয়েছিলো, ‘আফগানিস্তানের চেয়ে তারা তাদের ব্যক্তিগত অর্জনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। যে কারণে এই তিন ক্রিকেটারকে (ফারুকি, নাভিন ও মুজিব) আগামী দুই বছরের জন্য বিদেশি কোনো টি-টোয়েন্টি লিগে খেলার জন্য কোনো ছাড়পত্র (এনওসি) দেওয়া হবে না। একইসঙ্গে বর্তমানে চলমান ছাড়পত্রগুলোও বাতিল করা হলো। প্রয়োজন অনুযায়ী, দেশের বাইরের খেলায় তাদের জড়িত থাকার বিষয়টি যাচাই-বাছাই এবং তদন্ত করা হবে।’
মুজিব বর্তমানে অস্ট্রেলিয়ার বিশ ব্যাগ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন। নিজের ফ্র্যাঞ্চাইজিকে প্রথম জয়ও এনে দিয়েছেন এই স্পিনার। একইদিনে গতকাল শুক্রবার শারজায় আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তান জিতেছে ৭২ রানে।
মুজিবের উপর বোর্ডের নিষেধাজ্ঞার বিষয়ে মেলবোর্ন রেনেগেডস বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি (মুজিব) টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। তবে মেলবোর্ন আফগান বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে অবগত আছে। মুজিব একজন বিশ্বমানের খেলোয়াড় এবং স্কোয়াডের একজন পরিচিত সদস্য। বিগ ব্যাশের মৌসুম শেষ হওয়া পর্যন্ত ক্লাব তার পক্ষে সমর্থন চালিয়ে যাবে।’
Advertisement
আইএইচএস/