দেশজুড়ে

প্রধানমন্ত্রীর জনসভায় পঙ্কজ-শাম্মী গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে।

Advertisement

দলীয় একাধিক সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন।

হামলায় আহত সোহাগ (২৯) জানায়, জনসভায় যোগ দিতে পঙ্কজ নাথের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে আসি। বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা।

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী রেহান বলেন, শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষোভে নৌকার কর্মীদের মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।

Advertisement

ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডা. শাম্মী আহমেদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জাগো নিউজকে বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/আরএইচ/এমএস

Advertisement