ক্রিকেটীয় চেতনার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন শরিফুল ইসলাম। মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যাওয়া কিউই ব্যাটার টিম শেইফার্টকে রানআউট করার সুযোগ পেয়েও করলেন না বাঁহাতি এই পেসার।
Advertisement
মাউন্ট মুঙ্গানুইতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। নিউজিল্যান্ড ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তুলেছিল। টিম শেইফার্ট খেলেন ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস।
এই শেইফার্টকেই ইনিংসের দ্বিতীয় ওভারে আউট করার সুযোগ পেয়েছিলেন শরিফুল। ড্যারেল মিচেলের জোড়ালো শট সরাসরি গিয়ে আঘাত করেছিল ননস্ট্রাইকে থাকা শেইফার্টের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শেইফার্ট।
এ সময় শেইফার্ট ক্রিজের অনেকটা বাইরে চলে এসেছিলেন। তার মাথায় বল লাগার পর সেটি চলে যায় শরিফুলের হাতে। শরিফুল চাইলেই রানআউট করতে পারতেন। কিন্তু শেইফার্টের মাথায় আঘাত লেগেছে বলে তাকে আউট না করে বরং অবস্থা কী, সেটি দেখতে সামনে এগিয়ে যান টাইগার পেসার।
Advertisement
শরিফুলের এই ক্রিকেটীয় চেতনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা শরিফুলের গেম স্পিরিটের প্রশংসা করছেন।
এমএমআর/এমএস