বিনোদন

টালিউড সিনেমার সেরা গান

বলিউডের পাশাপাশি টালিউডেও চলতি বছর বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমার কোনো কোনো গান শ্রোতাদের মাঝে ভীষণ জনপ্রিয় হয়েছে।

Advertisement

সাধারণ শ্রোতাদের পাশাপাশি সংগীতবোদ্ধাদের কাছেও কোনো কোনো গান প্রশংসিত হয়েছে। এসব গান সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। এবার জানা যাক, এমন কয়েকটি গানের কথা-

‘আমি সেই মানুষটা’: ‘দশম অবতার’ সিনেমার গান এটি। এর প্লেব্যাক শিল্পী গায়ক অনুপম রায়। চলতি বছরের পূজায় ‘দশম অবতার’ মুক্তি পেয়েছিল। নির্মাতা সৃজিত মুখোর্জী ও অনুপম রায়ের জুটির দশম সিনেমা এটি। এ সিনেমার ‘আমি সেই মানুষটা আর নেই’ চলতি বছর শ্রেষ্ঠ গান হিসেবে বিবেচিত হয়েছে।

‘সজনী’: চমৎকার কথার এ গানটি ‘দিলখুশ’ সিনেমার। এটি শিল্পী নীলায়ন চট্টোপাধ্যায়ের গাওয়া গান। প্রেমের কাহিনি নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। শিল্পী নীলায়ন চট্টোপাধ্যায় দেব অভিনীত ‘কিশমিশ’সিনেমা দিয়ে প্লেব্যাক শুরু করেন। এ সিনেমার গানগুলোর পর তাকে নিয়ে শ্রোতা মহলে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়।

Advertisement

‘দ্রৌপদী এনে দে’: এটি ‘বগলা মামা যুগ যুগ জিও’ সিনেমার গান। ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটি কণ্ঠে ধারণ করেছেন। এ সিনেমায় দেখা যাবে, দলবল নিয়ে গ্রামে নাটক মঞ্চস্থ করবেন বগলা মামা। এ সিনেমায় গায়ক হিসেবেও মন জয় করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

আরও পড়ুন: জয়জয়কার ছিল ঢাকাই সিনেমার

‘গোবিন্দ দাঁত মাজে না’: এ গানটি ‘রক্তবীজ’ সিনেমায় সংযোজিত হয়েছে। দারুণ সুর ও কথার গানটি গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার পর্দায় সুরজিতের কণ্ঠের সঙ্গে অভিনেতা অঙ্কুশ হাজরার যুগলবন্দি গানটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গানটির কথা সহজ-সরল ভাষায় লেখা।

আরও পড়ুন: চলতি বছরের টালিউডের সেরা সিনেমা

Advertisement

টালিউডের সিনেমার পাশাপাশি বাংলা ওয়েব সিরিজে ব্যবহৃত গানও শ্রোতাদের নজর কেড়েছে। বিশেষ করে ‘নিখোঁজ’ শিরোনামের ওয়েব সিরিজের একটি গানের কথা উল্লেখ করতে হয়।

‘আসবে বলে’ শিরোনামের এ গানটি ওয়েব সিরিজটিকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। গানটি গেয়েছেন রূপম ইসলাম। এ সিরিজ এক মায়ের সন্তান খুঁজে পাওয়ার কাহিনি ঘিরে নির্মিত হয়েছে। সিরিজের গল্পের সঙ্গে গানের যথার্থ মিল রয়েছে। হয়তো এ কারণেই গানটি আলোচনায় এসেছে।

এমআই/এমএমএফ/জেআইএম