দেশজুড়ে

স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পাওয়া একটি পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস করা হয়েছে।

Advertisement

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে শেলটি ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাবান্ধা স্থলবন্দরের একটি পাথরের সাইটে মর্টারশেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এটি ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল শেলটি ধ্বংস করে। এটি ৫১ মিলিমিটার প্যাকেট বোমা বলে জানা গেছে। তবে শেলটিতে মরিচা ধরার কারণে এটি তৈরির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

Advertisement

সফিকুল আলম/এসআর/এমএস