আইন-আদালত

শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

বিএনপি থেকে বহিষ্কৃত এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট দায়ের করেন।

বুধবার (২৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

শাহজাহান ওমরের রিটের বিষয়ে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

Advertisement

ইসির পক্ষে আইনজীবী মো. মুনতাসির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিছুর রহমান।

এফএইচ/এসএনআর/এএসএম