শিক্ষা

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। এতে এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য করা হয়েছে আলাদা রুটিন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ রুটিন প্রণয়ন করেছে।

Advertisement

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে রুটিন প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এক শিফটের স্কুলগুলো সকাল ৯টায় শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া ৪টা পর্যন্ত।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন।

Advertisement

এছাড়া বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনায় পুনরালোচনার দিনগুলোতে কমপক্ষে ১০ মিনিট সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে সম্পূরক পঠনসামগ্রী (এসআরএম) ব্যবহার করবেন বলেও উল্লেখ করা হয়।

নতুন শিক্ষাক্রমে প্রাথমিকের ক্লাস রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

Advertisement