আন্তর্জাতিক

বাণিজ্যিক জাহাজে হামলাকারীদের খুঁজে বের করার অঙ্গীকার ভারতের

ভারতীয় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় মুখ খুললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন সমুদ্রের গভীর থেকে হলেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত।

Advertisement

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাগরে ভাসানো হয়েছে ভারতীয় নৌসেনার নতুন রণতরী আইএনএস ইম্ফল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। আর সেখানেই এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ।

রাজনাথ বলেন, আরব সাগরে এমভি ক্যাম প্লুটো ও লোহিত সাগরে এমভি সাই বাবার ওপরে হওয়া ড্রোন হামলাকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নৌসেনা নজরদারি বাড়িয়েছে। যারাই এই হামলা চালিয়েছে তাদের সমুদ্রগর্ভ থেকে হলেও খুঁজে বের করব আমরা। যারা এর পিছনে রয়েছে তাদের বিচার হবে।

দিন দুই আগেই লোহিত সাগরে ভারতীয় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, অপরিশোধিত তেল পরবহণকারী ট্যাঙ্কার জাহাজটিতে ইরানের নির্দেশ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। একইভাবে আরব সাগরেও হামলা চালিয়েছেন তারা। আর সব হামলাই হয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে।

Advertisement

ইসরায়েল-হামাস যুদ্ধের আবহে ভারতগামী জাহাজে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবার এই হামলার বিষয়ে মুখ খুললেন রাজনাথ সিং।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement