নীলফামারীর ডিমলায় মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Advertisement
এদিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই গৃহবধূর স্বামী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মরিয়ম বেগম ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে মরিয়ম ও নুর ইসলামের বিয়ে হয়। তারা একই গ্রামের একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাদের ঘরে তালা দেওয়া দেখে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। এসময় ঘরের বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের মরদেহ দেখতে পান।
Advertisement
অন্যদিকে স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালিয়ে অন্যত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, গৃহবধূর ছোট ভাই থানায় অভিযোগ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।
এসআর/এমএস
Advertisement