আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস ছিল, বক্সিং ডেতে মেলবোর্নে বৃষ্টি হতে পারে। ঠিকই বৃষ্টি হানা দিয়েছিলো বক্সিং ডে’তে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে। যে কারণে প্রথম দিন খেলা অনুষ্ঠিত হয়েছে মাত্র ৬৬ ওভারের। অর্থ্যাৎ দিনের নির্ধারিত ওভারের চেয়ে প্রায় ২৪ ওভার কম খেলা হয়েছে আজ।
Advertisement
মেলবোর্নে প্রথমে টস জিতেছিলো পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। টস জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়াকে। যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান, সে উদ্দেশ্য অবশ্য খুব একটা বাস্তবায়ন হয়নি। কারণ, প্রথমদিন অস্ট্রেলিয়ার মাত্র ৩টি উইকেটের পতন ঘটাতে পেরেছে তারা।
বৃষ্টির হানায় ম্যাচ বিঘ্নিত হলে, প্রথম দিনের খেলা শেষ হয় ৬৬ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ১৮৭ রান করার মধ্য দিয়ে। যদিও রান তোলার গতি অনেকটাই মন্থর। ২.৮৩ গড়ে রান তুলেছে অস্ট্রেলিয়ানরা। ৩ উইকেট পড়লেও পাকিস্তানি বোলাররা প্রথমদিন বড় ইনিংস খেলতে দেয়নি কোনো অসি ব্যাটারকে।
টস হেরে ব্যাট করতে নেমে ৯০ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা। ৮৩ বলে ৩৮ রান করে এ সময় আউট হয়ে যান ওয়ার্নার। উসমান খাজাও খুব বেশি টিকতে পারেননি। ১০১ বলে ৪২ রান করে আউট হয়ে যান।
Advertisement
মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১৫৪ রানের মাথায় আউট হয়ে যান স্মিথ। এ সময় তার নামের পাশে লিখা ছিল ২৬ রান। দ্বিতীয় সেশনে চা বিরতির সময়ই বৃষ্টি নেমে আসে। যে কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হয় যখন, তখন অনেক বেলা গড়িয়ে যায় এবং প্রথম দিনের খেলা হয় মাত্র ৬৬ ওভার।
আইএইচএস/