দেশজুড়ে

নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুর

শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

Advertisement

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বেপারী (৩০), সিদ্দিকুর রহমান (৩৫) ও হৃদয় মীর (৩০)। তারা সবাই নৌকা প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যায় নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমের নির্বাচনী কার্যালয়ে বসে নির্বাচনী আলোচনা করছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বেপারীসহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী তার সমর্থকদের নিয়ে ওই পথ দিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন। পথে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় ও অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। হামলায় আসাদুজ্জামান বিপ্লবসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Advertisement

হামলার বিষয়ে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল সরদার বলেন, ‘আমরা অফিসে বসে নৌকা মার্কার প্রচারণার বিষয়ে আলোচনা করছিলাম। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অনুসারী বেশ কয়েকজন আমাদের অফিসে হামলা চালান। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণার অংশ নিতে আমার সমর্থকদের নিয়ে ওই এলাকা দিয়ে আসছিলাম। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবসহ ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার গতিরোধ করেন। তারা আমার সমর্থক হারুন খলিফাকে মারধর করেন। পরে আমার লোকজনসহ এলাকাবাসী বিপ্লবকে ধাওয়া করেছে। তবে কোনো ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব জাগো নিউজকে বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। তবে নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে শুনিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম

Advertisement