লাইফস্টাইল

পানিতে ভিজিয়ে না রেখেও যেভাবে খাবেন চিয়া সিড

চিয়া সিড শরীরের জন্য অনেক উপকারী। অতিরিক্ত ওজন ঝরাতে ও শরীরে বিভিন্ন খনিজের জোগান দিতে চিয়া সিডের বিকল্প নেই বললেই চলে। বিভিন্ন রকম খাবারের সঙ্গে বিভিন্ন রকম বীজ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

Advertisement

চিয়া সিডে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী। এছাড়া চিয়া বীজে আছে ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট। যা শারীরবৃত্তীয় নানা কাজে সাহায্য করে।

আরও পড়ুন: স্টিম থেরাপিতে কাশি-গলা ব্যথাসহ সারবে আরও ৯ রোগ

এই বীজ দেহের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে, তেমন চুল ও ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে। হজমের সমস্যা থেকে মুক্তি পেতে রোজ অ্যান্টাসিড না খেয়ে চিয়া খেয়ে দেখতে পারেন।

Advertisement

তবে পুষ্টিবিদদের মতে, চিয়া সিড পানিতে ভেজালে তবেই তার গুণাগুণ বেড়ে যায়। তবে সকালে খালি পেটে চিয়া ভেজানো পানি পান করতে গেলে অনেকেরই বমি পায়। সেক্ষেত্রে কয়েকটি উপায়ে খেতে পারেন এই বীজ। যেমন-

আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন ৫ সুপারফুডে

চিয়া পুডিং

গরুর দুধ বা যে কোনও উদ্ভিজ্জ ধরনের দুধের মধ্যে ভেজানো চিয়া বীজ, মধু বা মেপল সিরাপ মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। পরের দিন সকালে বিভিন্ন রকম ফল, বাদাম কিংবা বীজ মিশিয়ে খেতে পারেন।

Advertisement

স্মুদি বা ফলের রস

ফলের রস বা স্মুদির পুষ্টিগুণ আরও বেড়ে যেতে পারে চিয়া সিড মেশালে। চিয়ার মধ্যে থাকা ফাইবার ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড শরীরে প্রয়োজনীয় খনিজের জোগান দেয়।

আরও পড়ুন: নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে কী কী করবেন?

বেকিং

বাড়িতে তৈরি কেক, মাফিন, পাউরুটির মধ্যে ব্যবহার করাই যায় চিয়া। যারা ডিম ছাড়া কেক খান, তারা কেকের মিশ্রণে ডিমের বদলে অল্প মিনিতে ভিজিয়ে রাখা চিয়া ব্যবহার করতে পারেন।

সালাদ

মৌসুমী নানা ধরনের ফলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন চিয়া বীজ। দেখতে তো ভালো লাগবেই, খেতেও মন্দ লাগবে না।

আরও পড়ুন: দিনে কতটুকু চিনি খাওয়া নিরাপদ?

সকালের নাশতায়

সকালের নাশতায় দুধ-কর্নফ্লেক্স কিংবা দুধ-ওটস খান অনেকেই। এ খাবারের সঙ্গে ভেজানো চিয়া বীজ মিশিয়ে দিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জেআইএম