সাহিত্য

আবু আফজাল সালেহের চারটি কবিতা

তোমার আর ভালো হওয়ার দরকার নেই

Advertisement

তোমার আর ভালো হওয়ার দরকার নেই—কতবার বলে-কয়ে হয়রান হয়ে গেছিডেকে হেকে তৃষ্ণার্ত হয়ে গেছি।চারপাশ থেকেক্ষমতার কাছ থেকেতোমার জন্য একগাদা অবহেলা পাচ্ছিভেঙচি কাটে ইঁদুর বিড়াল পেঁচা উল্লুক...তোমার আর ভালো হওয়ার দরকার নেইযুগল জোনাকি হয়ে জ্বলে ওঠার দরকার নেই আমাদের।

সবুজ শাখাগুলোর মধ্যে আগুনের বিচরণমৃত্যুরা আনাগোনা করেপতনের গান শুনিতোমার আর ভালো হওয়ার দরকার নেই।

****

Advertisement

কৃত্রিম সম্পর্কের টান

পতনের গান শুনছি,আমাদের আকাঙ্ক্ষাগুলোনা-খাওয়া ফলগুলোর মতো ভেঙে ভেঙে যাচ্ছেছায়ার মধ্যে, কৃত্রিম অন্ধকারেস্থানান্তরিত হচ্ছে উজ্জ্বল দৃষ্টি থেকে নরম আলোতেচিরতরে ক্ষণস্থায়ী হচ্ছে এই চারণভূমি।

পতনধ্বনি বাজে চারদিকেস্বপ্নগুলো স্যাঁতসেঁতে, নির্জীব, অবশিষ্টাংশ, রহস্যময়কালো হচ্ছে ক্রমশ ভূগর্ভস্থ দুর্গ।

কৃত্রিম বোঝাপড়াটাই কাল হয়ে যাচ্ছে।

Advertisement

****

দৃশ্যকাব্য এবং মস্তিষ্ক

তুমি কি রাজহাঁস দেখেছো?সারারাত রক্তনদীতে ভেসে যেতেতুমি কি রূপালি সকাল দেখেছো?ঘন বাতাসে ভেসে ভেসেআমার দু’বাহুর বন্ধনে রেশমি আকাশবর্ণিল ফুল, কলমিতীরজলপ্রপাতের মতো সংগীত, সাদা সুরমেঘদলের ওপরে নীলসাগর জুড়েকয়েকটি বলাকা ।

রক্তনদীতে উন্মুক্ত রাজহাঁস ভালো লাগে?কিংবা নীলিমায় বলাকার ডানা? মানে, দৃষ্টি কামনা করলেও মস্তিষ্ক কি সেটা চায়?মস্তিষ্ক ভোঁতা হলে অন্যকথা!

****

সফলদের জন্য সবকিছু

বনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি,বেহিসেবি কাজের পাহাড় গড়েছি—আমি সাফল্য পাইনিআমি উধাও হইয়েছি অনেকবারমনে করেছিলাম পৃথিবী আমাকে স্মরণ করবে—করেনি।আমার চারপাশে পোকামাকড়, অন্ধকার, কীটপতঙ্গ।

তবুও আমি কীসের একটা গন্ধ পাচ্ছিরাজ্যের গন্ধ বোধহয়সেই রাজ্যের রানি নাকি তুমিইতুমিও তো নিজেকে আড়ালে ফেললে!

বন আমাকে শেখাতে পারেনি, বলা যায় শেখাতে দেয়নিঅবশেষে তুমিই শেখালেসফলদের জন্যই তো বসুন্ধরা!

এসইউ/জিকেএস