২০১৮ সালের ঢাকায় কলাবাগান, সূত্রাপুর ও ক্যান্টনমেন্ট থানায় করা নাশকতার চার মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ ডিসেম্বর) তিনটি পৃথক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।
Advertisement
কলাবাগান থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
পাঁচবছর আগে রাজধানীর কলাবাগান থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই ধারায় দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ দণ্ড দেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩
Advertisement
দণ্ডপ্রাপ্তরা হলেন সাইদুর রহমান সাঈদ, মো. সাইফুল ভিকেল সাইফুল, মো. শ্যামল ভূঁইয়া, মো. মিলন শেখ, মো. জামিল ইসলাম, মো. মাহবুবুর রহমান নয়ন, মো. হোসেন আলী, শেখ স্বাধীন মুসলিম, মো. আ. মান্নান ভূঁইয়া, মো. জামাল খান, মো. মোস্তফা শরীফ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রহিম, মো. নাদিম আহম্মেদ পাভেল, মো. মেহেদী হাসান বিল্লাল, মো. ওবায়দুল ইসলাম সৈকত ওরফে সুজন, মো. কামাল হোসেন।
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করে পুলিশ।
সূত্রাপুর থানার মামলায় ১৯ জনের কারাদণ্ড
পাঁচবছর আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ দণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
আরও পড়ুন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ
দণ্ডিতরা হলেন মো. আব্দুস সাত্তার, মো. দেলোয়ার হোসেন, মো. নাজির, মো. জাবেদ কামাল রুবেল, কাজী মফিজুর রহমান কাওছার, এম এ হক সবুজ, মো. সোহেল, আক্তার হোসেন, মো. ফয়সাল, কামরুল হাসান নয়ন, এম এ হক সবুজ, নাজির আহম্মেদ, আক্তার হোসেন আকতু, কাজী মফিজুর রহমান কাওছার, মো. মমতাজুল হক লিটন, ইয়াছিন জাবেদ, কামরুল হাসান নয়ন, মো. সোহেল ও মো. মমতাজ।
ক্যান্টনমেন্ট থানার মামলায় ১০ জনের কারাদণ্ড
পাঁচবছর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে তিন ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ দণ্ড দেন।
দণ্ডিতরা হলেন আবু তালহা, প্রিন্সিপাল লিয়াকত আলি, জিহাদ আল সিফাত, তারেকুল রাজ্জাক তারেক, তরিকুল ইসলাম তালুকদার, রনি, তুহিন, মো. কবির, সাদ্দাম হোসেন রাব্বি, সাক্ষর উদ্দিন।
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা বিএনপির মিছিলে নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ।
জেএ/জেডএইচ/জেআইএম