আসছে পহেলা বৈশাখ। আপনি ভাবছেন কীভাবে আপনাকে সবার থেকে একটু আলাদা লাগবে। তাই আপনাকে নিতে হবে চুলের বাড়তি যত্ন। কারন চুলের সাজগোজ যদি ভালো না হয়, তাহলে আপনার দিনটাই মাটি হয়ে যাবে। কেননা হেয়ার-স্টাইলের মাধ্যমেই আপনি হয়ে উঠতে পারেন সবার থেকে আলাদা। প্রতিদিন রাতে নিয়ম করে চুলে তেল ম্যাসাজ করতে পারেন, তবে সকালে অবশ্যই শ্যাম্পু করে ফেলতে হবে। এছাড়াও আপনার চুলের ধরন বুঝে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের প্যাক। মেহেদি প্যাকের সাথে চার লিকার মিশিয়ে চুলে দিতে পারেন। এতে করে আপনার চুল হবে শাইনি ও ঝরঝরে। এই সময় চুল তার আর্দ্রতা হারায়, তাই ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। ডিমের সাদা অংশ চুলে লাগাতে পারেন, এতে করে আপসার চুল ফিরে পাবে আর্দ্রতা। এছাড়াও চুলে করিয়ে নিতে পারেন হেয়ার ট্রিটমেন্ট। ধূলো-বালি আপনার চুলকে করে তুলতে পারে রুক্ষ, তাই আপনাকে চুলের একটুতো যত্ন করতেই হবে। পহেলা বৈশাখের দিন করতে পারেন আপনার পছন্দের হেয়ার স্টাইল। গরম এড়াতে চাইলে বেঁধেও নিতে পারেন আপনার চুল। চুলে করতে পারেন বেঁণি, গুজে দিতে পারেন পছন্দমতো ফুল। চুল চাইলে ছেড়েও দিতে পারেন। নিচের কিছু চুল কার্ল করে নিতে পারেন। চুলে ফুল গুঁজে দিতে পারেন। চুলের সুন্দর সাজ আপনাকে করে তুলবে অতুলনীয়। এইচএন/পিআর
Advertisement