বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘এখন গ্রামে গ্রামে বেনসন সিগারেট পাওয়া যাচ্ছে। গ্রামে এখন খালি গায়ের, খালি পায়ের মানুষ নেই। গ্রামের মানুষ আগে গামছা পরে ঘুরতেন।’
Advertisement
তিনি বলেন, ‘দেশবাসী সবাই ভোটকেন্দ্রে আসুন। উন্নয়নের সরকারকে ভোট দিন। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র একটি উৎসবের কেন্দ্র হবে।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং এবং সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে লেখা চারটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য এসব গান উদ্বোধন করেন।
Advertisement
আরও পড়ুন>> সরকারের উন্নয়ন নিয়ে গান লিখলেন বিএসএমএমইউ উপাচার্য
এসময় উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউ ছোট একটি জায়গা। এখানে প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক নতুন নতুন সেবা চালু করেছি। রোগীরা যেন দেশের বাইরে না গিয়ে এখানে চিকিৎসা নিতে পারেন, এখানে সেই মানের সেবা রয়েছে। আমরা অসহায়-দুস্থদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের আলাদা সেবা দিচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের গান লেখার পেছনে উদ্দেশ্য হলো আমাদের চিকিৎসকরা অনেক পরিশ্রম করেন। আমরা চাই সরকারের উন্নয়ন মানুষ গানে গানে শুনুক। গানের মাধ্যমেও দেশের বাইরে তা প্রচার করুক। প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পর একটি ‘থিম সং’ থাকা উচিত।’
আরএএস/ইএ/জেআইএম
Advertisement