সাহিত্য

ওয়ালিদ জামানের দুটি ছড়া

সেদিন ছিল দামি

Advertisement

এই তো সেদিন তোমায় পেতামদুঃখ যেতাম ভুলেঅঘাত ভালোবাসা দিতামএকটু দেখার ছলে!

তুমিও কি দেখতে আমায়পেতে ভালোবাসা?দিন পেরিয়ে রাত পেরিয়েবাঁধতে অবুঝ আশা!

কেমন ছিল তোমার সেকালকেমন ছিলাম আমি?হয় কি মনে এখন সেদিনছিল অনেক দামি!

Advertisement

হয়নি ফিকে আমার কাছেদিনগুলো আজওআমার মতো তুমিও কিদিনগুলোকে খোঁজ!

****

এআই রোগ!

পাগলা তুমি এআই দিয়েকেমন ছবি আঁকলা নিজের বদন বিলিয়ে দিয়েডিজিটালি মাখলা!

Advertisement

ক্ষ্যাপা তোমার আসল ছবিনকল হলো সবকেমন যুগে আসলো সবইতুমুল কলরব!

রংতুলিরা সবই আছেআঙুল ঘোরে ঠিকইক্যানভাসটা এখন মিছেলোক দেখানো ফাঁকি!

আমিও গেলাম এআই যুগেতাল মিলিয়ে তাইদেখি নতুন রোগে ভুগেসুখের সীমা নাই!

এসইউ/এমএস