প্রবাস

ডিসেম্বরে ৩৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে এ পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

Advertisement

এর মধ্যে প্রায় ১ হাজার ৯৯১ জন পুরুষ এবং ১ হাজার ৩৮৪ জন নারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর থেকে নির্বাসন বিভাগে রেফার করা হয়। তবে কোন দেশের কতজন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে তা জানানো হয়নি।

আরও পড়ুন: গ্রিসে ৩০ হাজার অভিবাসীর বৈধতার সুযোগ 

আরব টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে, তাদের অধিকাংশই আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘন করেছে, অন্যরা হয় প্রান্তিক কর্মী ছিল বা সন্দেহজনক হিসেবে নৈতিকতার লঙ্ঘন করেছিল।

Advertisement

প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীক গ্রেফতার করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী। কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এমআরএম/জিকেএস