সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।
Advertisement
শনিবার (২৩ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ২৫৪ কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে বাধা এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্চিত বা প্রহার করার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।
উল্লিখিত বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Advertisement
এর আগে কুমিল্লা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি বাহাউদ্দীন বাহারকে শোকজ করে চিঠি দেয়।
আইএইচআর/জেডএইচ/জেআইএম