একের পর এক ইনজুরির খবরে বাড়ছে পাকিস্তানের দুঃখ। ট্যুর ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন আবরার আহমেদ। এরপর পার্থ টেস্টে অভিষেক পাওয়া পেসার খুররম শেহজাদও ছিটকে গেছেন পাঁজরের ইনজুরিতে। যে কারণে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। সবশেষ পাকিস্তান স্কোয়াড থেকে ছিটকে গেলেন বাঁহাতি অর্থোডক্স বোলার নোমান আলি। অ্যাপেন্ডিক্স সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
Advertisement
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, হঠাৎ অস্বাভাবিক ব্যথা অনুভব করছিলেন নোমান আলি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তিনি অ্যাপেন্ডিক্স সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ছিলেন।
পিসিবি আরও জানায়, আজ শনিবার সকালে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এখন তিনি ভালো আছেন। আশা করা হচ্ছে, বিকালের মধ্যে তিনি হাসপাতাল ছাড়তে পারবেন।
নোমান আলিকে আবরার আহমেদের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে। কিন্তু প্রথম টেস্টের আগেই আবরার ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে জরুরি ফ্লাইটে সাজিদ খানকে অস্ট্রেলিয়া পাঠায় পিসিবি। কিন্তু সাজিদ সেখানে যেতে এতটাই দেরি করে ফেলে যে, পার্থ টেস্টে অংশগ্রহণ করতে পারেননি তিনি।
Advertisement
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে ৩৬০ রানের বড় ব্যবধানে। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নামবে সফরকারী পাকিস্তান।
আইএইচএস/এমএস