সিরাজগঞ্জে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের সমাজকল্যাণ মোড়, রহমতগঞ্জ, ভাঙ্গাবাড়ী ও কাঠেরপুল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
Advertisement
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আজ দেশ দেউলিয়া। লুটপাটের এ সরকার এক তরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতায় থাকতে চায়। মানুষের ভোট ও ভাতের অধিকার তারা কেড়ে নিয়েছে। বিগত নির্বাচনে দিনের ভোট রাতে করেছে। এবার কখন করে তা একমাত্র আজ্ঞাবহ নির্বাচন কমিশন জানে। বিএনপি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে করে যাচ্ছে। তাই শেখ হাসিনার এ তামাশার নির্বাচনে জনগণ যেন অংশগ্রহণ না নেয়। সে জন্য ভোটারদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/আরএইচ/এমএস
Advertisement