খেলাধুলা

বল হাতে আগুন ঝরাচ্ছেন তানজিম সাকিব, চাপে কিউইরা

বল হাতে আগুন ঝরাচ্ছেন তানজিম হাসান সাকিব। তার দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়েছে নিউজিল্যান্ড। ৭.২ ওভারে মাত্র ২২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা। দুটি উইকেটই নিয়েছেন তানজিম সাকিব।

Advertisement

নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শরিফুল ইসলাম আর তানজিম হাসান সাকিবকে দিয়ে দুই প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন শান্ত। দলে জায়গা ফিরে পেলেও আগের ম্যাচে বোলিং তেমন ভালো হয়নি তানজিম সাকিবের। তবে আজ (শনিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুটা দারুণ করেন তরুণ এ পেসার।

সাফল্য পেতে বেশি সময় লাগেনি। কিউই ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে তিনি সাজঘরে ফেরান রাচিন রাবিন্দ্রকে। ধারাবাহিকভাবে ভালো বল করে তানজিম সাকিব বিভ্রান্ত করেন নিউজিল্যান্ড ওপেনারকে।

Advertisement

সাকিবের মিডলে পিচ করা বলে ব্যাট ছুঁইয়ে রাচিন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন ১২ বলে ৮ করে। ১৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অষ্টম ওভারে সাকিবের বাউন্সে পুল করতে গিয়ে মিডঅনে শান্তর হাতে ক্যাচ তুলে দেন হেনরি নিকোলস (১২ বলে ১)।

তানজিম সাকিব নিজের প্রথম ৫ ওভারে ১ মেইডেনসহ মাত্র ৯ রান দিয়ে নেন দুটি উইকেট।

এমএমআর/ইএ

Advertisement