দেশজুড়ে

সরকারের পদত্যাগ দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ ও সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ নানা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের রেল গেট এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বাম গণতান্ত্রিক জোট এ সমাবেশের আয়োজন করে। পরে একটি মিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় সহকারী সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সিপিবির জেলা সভাপতি এ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক রেবুতি বর্মন, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, জেলা বাসদের (মার্কসবাদী) সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

এসময় বক্তারা, একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত, বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।

Advertisement

শামীম সরকার শাহীন/এনআইবি/জিকেএস