ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
আহতদের মধ্যে আকিজ লস্কর (৩৭), আকাশ মণ্ডল (২২) এবং আব্বাস আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আকিজ ও আকাশের বাড়ি ঘোড়ামারা গ্রামে এবং আব্বাসের বাড়ি বাজিতপুর গ্রামে। আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিস ও অফিসের সামনে তার সমর্থকরা বসে ছিল। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী’র সমর্থকরা হামলা চালায়। তাদের মারধরে আহত হন অন্তত ৬ জন।
আহত হাসপাতালে ভর্তি আকিজ লস্কর বলেন, আমরা মহুলের নির্বাচনী অফিসে বসে ভোট নিয়ে কথা বলছিলাম। তখনই মিরাজ মণ্ডল, শফিসহ নৌকার সমর্থক ২০-২৫ জন অতর্কিত এসে কিছু বোঝার আগেই মারধর শুরু করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
Advertisement
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ঈসরাইল বলেন, হাসপাতালে তিনজন এসেছেন। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত নেই। তবে পিটানোর আঘাত আছে। আহতদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
আব্দুল্লাহ আল মাসুদ/জেএইচ