জাতীয়

নির্বাচনী অফিস ভাঙচুরের মামলায় পটিয়ায় নৌকার ২০ সমর্থকের জামিন

চট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরীর অফিস ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন নৌকা প্রার্থীর ২০ কর্মী-সমর্থক। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাররাহুম আহমদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ।

Advertisement

জামিনপ্রাপ্তরা হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েম (৪৫), কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম (৪৭), ইউপি মেম্বার খোরশেদ আলম, (৪০), কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন (৪৫), হোসেন (৪৫), মোহাম্মদ জসিম উদ্দিন (৪৮), পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু (৪৫), মো. জানে আলম (২৭), মহিউদ্দিন সুমন (৪২), মো. শামিম (৪০), আব্দুল রহিম (৪০), আবদুল কাদের (২৮), মোঃ লিটন, (৩৫), মনজুরুল আলম (৪০), পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন (৩৮), খোরশেদ আলম ডালি (৪০), মো. সুমন (৩০), মো. সুজন (২৮), আরশেদ (২৮), জামাল (৩৫)।

জানা গেছে, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী অফিস গত ১৮ ডিসেম্বর রাতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ঈগল প্রতীকের সমর্থক আবদুর রহিম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর কিছু উৎশৃঙ্খল যুবক তাদের অফিস নিজেরাই ভাঙচুর করে উল্টো মামলা করে। মূলত নৌকা এবং আওয়ামী লীগকে সমালোচনায় ফেলতে এ ধরনের মামলা করা হয়। বুধবার মামলা হওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ২০ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আমাদের পক্ষের আইনজীবীরা বিষয়টি আদালতকে বলেছেন। শুনানিতে আদালত সন্তুষ্ট হয়ে ২০ জনকে জামিন দিয়েছেন।’

Advertisement

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম