সাহিত্য

আমার কাছে মন ছাড়া কিছু নেই

আব্দুল্লাহ নাজিম আল-মামুন

Advertisement

আমার কাছে নিজের বলতে একটা মন ছাড়া আর কিছু নেইঅথচ দিনশেষে বিশ্বাসঘাতকরা সেটাও ভেঙে দেয়।

বাড়ি নেই, গাড়ি নেই, পকেটে কড়ি নেই, নেই ক্ষমতাবলার মতো একটা শব্দ আছে, একটা কলম ও খাতাআর মগজে আছে কিছু কথা এবং একটা কবিতা।

এই যে বলছি, শব্দ আর কথা তা-ও মায়ের শেখানো ভাষা।আর যে কলম ও খাতা আমার কাছে আছেতা-ও রাখি শিক্ষকের পুরস্কার হিসেবে,আর যে আছে মগজে একটা কবিতা—তা নিজের কাছে রাখি কেবল মানবতার খাতিরে।

Advertisement

তবে আমি কোনো কবি নই, নই আবার হেমন্তের ঝরাপাতাআমি মানুষ, কথা বলি, হাসি-কাঁদি, চুপ থাকি, সময় পেলে মাঝে মাঝে আকাশও দেখি,কখনো আবার অসহ্যের মাত্রা দীর্ঘায়িত হলে—বিদ্রোহী হয়ে উঠি। আমি বিশ্বাস করি; নয় এ জীবন বৃথা।

আমার কাছে একজন বিশ্বস্ত মানুষ নেইনেই কোনো প্রেমিকা কিংবা ভালোবাসাএ জন্য আমার কোনো আফসোস নেই, ভয় নেই।আর যারা রোজ সময় দিতো—তাদের মুখের আড়ালে দেখেছি স্বার্থপরতা।

আমার কাছে নিজের বলতে মন ছাড়া আর তেমন কিছু নেইঅথচ দিনশেষে কিছু মানুষ সেটাও কেড়ে নেয়,আর যেটুকু আছে—তা কেবল ঋণ কিংবা অন্যেরই।

এসইউ/জিকেএস

Advertisement