ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা দেশের সব আনাচে কানাচে। পাবনায় চলছে তার ‘রাজকুমার’ সিনেমায় শুটিং। সেখানে শুটিংয়ে অংশ নেওয়া শাকিব খানকে একপলক দেখতে ঢল নেমেছে উৎসুক মানুষের।
Advertisement
শাকিব খানের ফেসবুক পেজে পাবনায় ওই ছবির শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঢেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। ওই ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন।’
জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। রাজকুমার সিনেমায় শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।
জাগো নিউজকে সিনেমারটির নির্মাতা হিমেল আশরাফ জানান, পাবনায় শুটিং হবে ১২ দিন। এরপর নতুন বছরে বাকি শুটিং হবে আমেরিকায়।
Advertisement
এদিকে হলিউডে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী কোর্টনি কফি। সেসবের মধ্যে রয়েছে ‘ডোমিনোস’, ‘রিভেঞ্জিং অ্যাঞ্জেলস কাল দ্য হার্ড’, ‘দ্য স্টর্ম’ সিনেমাগুলো। এসব সিনেমা ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। ‘রাজকুমার’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করবেন তিনি।
এমআই/এমকেআর/এএসএম