দেশজুড়ে

আরও কমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস শুরু হয়। এ সময় কনকনে শীত অনুভূত হয়। ডিসেম্বরের শেষদিকে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ নামতে পারে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

স্থানীয়রা জানান, এদিকে প্রতিদিনের মত বৃহস্পতিবারও ভোরের দিকে উঁকি দিয়েছে সূর্য। সকাল হতে না হতেই ঝলমলে রোদে স্বস্তি দেখা দিয়েছে জনজীবনে। ঘন কুয়াশাও নেই। তবে মঙ্গলবার বিকেলের পর থেকে হিমশীতল বাতাসে রাতভর কনকনে শীত অনুভূত হয়েছে।

সফিকুল আলম/আরএইচ/এএসএম

Advertisement