ধর্ম

নখে চুন লেগে থাকলে অজু হবে?

অজুর সময় যে অঙ্গগুলো ধোয়া ওয়াজিব, সেই অঙ্গগুলোর কোনো অংশ শুকনো থেকে গেলে অজু হবে না। এ অবস্থায় নামাজ পড়লে নামাজও হবে না। ওমর রা. বলেন, একবার এক ব্যক্তি অজু করে এলে দেখা গেলো তার পায়ের এক নখ পরিমাণ জায়গা শুকনো রয়ে গেছে। রাসুল (সা.) তাকে বললেন, ফিরে গিয়ে সুন্দরভাবে আবার অজু করো। ওই ব্যক্তি ফিরে গিয়ে আবার অজু করে তারপর নামাজ আদায় করলো। (সহিহ মুসলিম)

Advertisement

এ কারণে অজু করার সময় নখ বা অজুর অঙ্গগুলোর যে কোনো জায়গায় পানির জন্য প্রতিবন্ধক কিছু লেগে থাকলে অজু হবে না। নেলপলিশ, প্লাস্টিক বা কস্টিপসহ যে জিনিসগুলো পানির জন্য প্রতিবন্ধক প্রলেপ তৈরি করে, এগুলো নখে বা চামড়ায় লেগে থাকলে অজু শুদ্ধ হবে না।

চুন নখ বা চামড়ার ওপর পানির জন্য প্রতিবদ্ধক প্রলেপ তৈরি করে না। চুন মাটি জাতীয় পদার্থ, যা সহজেই পানিকে শোষণ করে নেয় ও ভিজে যায়। তাই নখে বা অজুর অঙ্গগুলোর চামড়ায় চুন লেগে থাকলেও অজু হয়ে যাবে।

ওএফএফ/জেআইএম

Advertisement