রাজনীতি

২৪ ডিসেম্বর অবরোধ ঘোষণা এলডিপির

চলমান আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি। এর আগে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর দলটি লিফলেট বিতরণ করবে। বুধবার বিকেলে এলডিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Advertisement

এলডিপির চেয়ারম্যান অলি আহমদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমাজে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা শুধু এককভাবে রাজনৈতিক দলগুলোর সমস্যা নয়, সমগ্র দেশ ও সমগ্র জাতির সমস্যা। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবিলা করতে হবে। অন্যথায় এ ধরনের অন্যায়-অবিচার সমাজকে গৃহযুদ্ধের দিকে বা রক্তপাতের দিকে ঠেলে দেবে।

আরও পড়ুন: ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ ও ২৪ ডিসেম্বর অবরোধ বিএনপির

এলডিপি জনগণের ভোট প্রদান নিশ্চিত ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে, জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে না। উল্টো এই হটকারি ভাগাভাগির নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে। ক্ষমতা লোভীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। এ নির্বাচন কখনো গণতন্ত্র নিশ্চিত করবে না।

Advertisement

জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হই। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোনো অবস্থায়ই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ প্রদত্ত এই সুযোগ কাজে লাগাতে হবে। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সঙ্গে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ সত্যের জয় প্রতিষ্ঠা হবে। এই ভাগাভাগির একদলীয় নির্বাচন বর্জন করুন। দেশ বাঁচান।

কেএইচ/জেডএইচ/জেআইএম