আন্তর্জাতিক

হামাস নেতার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

হামাস নেতা ইসমাইল হানিয়েহের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। গত আড়াই মাসে এ নিয়ে এটা তার চতুর্থ সফর। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা।

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানির দেওয়া তথ্য অনুযায়ী, হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত কিন্তু গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আলোচনা সম্ভব হচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন হানিয়েহ।

আরও পড়ুন: একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত, পিছিয়েছে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব

কানানি বলেন, গাজার লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অবিলম্বে বন্ধের বিষয়ে কাতার সরকারের সঙ্গে একমত প্রকাশ করেছে ইরান। এ বিষয়ে যৌথ প্রচেষ্টারও অগ্রগতি হয়েছে বলে জানানো হয়।

Advertisement

এই সফরের কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আমিরাবদুল্লাহিয়ানের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা।

এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানির খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলদার বাহিনীর অব্যাহত বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটেছে। তাছাড়া আহত হয়েছে শত শত ফিলিস্তিনি।

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। সেটাও পিছিয়ে গেছে। তাছাড়া ইসরায়েল দাবি করেছে তারা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে হামাসকে ছত্রভঙ্গ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের পাশাপাশি গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজারের বেশি।

Advertisement

আরও পড়ুন: যুদ্ধ বন্ধ না হলে বন্দিবিনিময় নিয়ে আলোচনা নয়: হামাস

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় নিহত হয় এক হাজার দুইশ ইসরায়েলি।

টিটিএন