ডিসেম্বর এলো
Advertisement
একটা সাইক্লোন আমার বুকে আঘাত হানবেএই নিয়ে বহুকাল ধরে প্রস্তুত হয়ে আছিতুমি আমার হৃদয় ভাঙবেস্বপ্নচূড়ায় আঘাত করে চিরতরে ধসিয়ে দেবেজানি বলেই—মৌনতায় সব ছেড়ে এসেছি।
ডিসেম্বর এলোএকটা প্রবল শৈত্যপ্রবাহ আমার জীবনে আসবেএই বরণটুকু করতে নিত্য দুঃখকে বরণ করছিতুমি আমাকে চিরতরে কুয়াশায় রেখে দেবেচোখের শিশিরের সিঁড়ি বেয়ে যাবেজানি বলে—তোমার সম্মুখে মুক্ত ঝরা হাসি হেসেছি।
নতুন বছর, নতুন মানুষ তোমার হবেতুমি আলোর দুয়ারে প্রবেশ করবেজানি বলেই—সব সাইক্লোন, শৈত্যপ্রবাহ বুকে নিয়ে ছেড়ে এসেছি।
Advertisement
****
জেগে থাকি
তবুও জেগে থাকিযদি একবার তুমি আমায় ভালোবাসোদূরত্বের রেখা ছেড়ে যদি বসতি করোআমার হাতের মুঠো চেপে বলোসমস্ত কষ্টের বিনিময়ে ক্ষমা করোতুমি এসে চোখে চোখ রাখবেসেই আশায় আজও প্রদীপ জ্বালিয়ে জেগে থাকি।
তবুও ভালোবাসিযদি একবার তুমি আমায় অনুধাবন করোদূরত্বের বাড়ি ছেড়ে আমায় নিয়ে বসতি করোআমার মুঠোতে শক্ত করে চেপে বলোসব অবহেলার যাতনা ভুলে আমায় গ্রহণ করোসেই আশায় আজো আঁধারে বসে থাকি।
Advertisement
জানি তুমি আর কখনো আসবে নাতবুও আমি বসে থাকি—জানি একদিন অপেক্ষার নদী ফুরাবে।
****
ভুলে যাইজান্নাতুল নাঈম
তুমি আসতেই আমি আরাম মানুষ হয়ে গেলামযেন ঝড়ের শেষ শান্ত এক মাঠঅন্ধকারের পর তীব্র প্রখর আলো পেলামপাখির মতো ডানা ঝাপটানোর পর শান্ত হয়ে গেলামতুমি আসতেই,আমি বাক্যহারা হয়ে গেলামপুষে রাখা অভিমানের স্তূপ ভেঙে গেল।
তুমি কণ্ঠ শুনতেই,আমি যেন আবার শিশু হয়ে গেলামযা কিছু জানার ইচ্ছে হলো জেনে নিলামঅতীত ভুলে তোমার মুখে রাতভর চেয়ে থাকলামতুমি মেসেজ দিতেই,তোমার জন্য রাখা বিপুল অবহেলা ঝরে গেলদ্বিগুণ ভালোবাসায় তোমায় কাছে নিয়ে নিলাম।
কেন এমন হয়!তুমি কাছে এলেই আমি দিব্যি ভুলে যাইভুলে যাই—তুমিই আমার সব দুঃখের কারণ।
এসইউ/জিকেএস