প্রিন্সেস ডায়না নাম শুনলেই চোখে ভেসে ওঠে নীল নয়না এক অপূর্ব সুন্দরীকে। যার সৌন্দর্য পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছিল। এখনো তাকে এক নামেই চেনেন সবাই। সম্প্রতি ভিন্ন এক কারণে প্রিন্সেস ডায়নার নাম উঠে এসেছে আলোচনায়।
Advertisement
নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে প্রিন্সেস ডায়নার একটি পোশাক। প্রায় ৯ লাখ পাউন্ডে বিক্রি হল প্রিন্সেস ডায়নার ড্রেস। যা নিলামের বেস প্রাইসের চেয়ে প্রায় ১১ গুণ বেশি। জানিয়েছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম।
সম্প্রতি হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামে বিক্রি হওয়া ডায়নার পরা সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছে ব্যালেরিনা গাউন। এটি তৈরি করেছিলেন মরোক্কান বংশোদ্ভুত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জ্যাক আজাগুরি।
আরও পড়ুন: সুন্দরীদের চড়-থাপ্পড় খেতে হয় যে রেস্তোরাঁয়
Advertisement
কালো রংয়ের জমকালো পোশাকটি ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন ডায়না। সেই সময় সঙ্গে ছিলেন তার স্বামী চালর্সও। এরপর ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্টায় ড্রেসটি পরেছিলেন ব্রিটিশ যুবরানি।
কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি নিলামে ৭৮ লাখ পাউন্ড দাম পাবে বলে প্রথমে ধারণা করা হয়েছিল। পরে ১১ গুণ দামে বিক্রি হয়। মার্কিন মুদ্রায় যা ছিল প্রায় ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৫৬ লাখ ২৯ হাজার ৪৫৭ টাকা।
এর আগে ১৯৯১ সালে ব্রিটিশ যুবরানির একটি ভেলভেট গাউন নিলামে উঠেছিল। সেই সময় সেটি বিক্রি হয়েছিল প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে। এটাই ছিল এতদিন নিলামে ডায়নার পোশাক বিক্রির সর্বোচ্চ রেকর্ড। কিন্তু হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামের দাম, সব কিছুকে ছাপিয়ে গেছে।
আরও পড়ুন: যে দেশে দেওয়া হয় কুকুরের নাগরিকত্ব
Advertisement
হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামে জমকালো ড্রেসটি ছাড়াও ডায়নার পরা আরও বেশ কয়েকটি সামগ্রী নিলামে উঠেছিল। এর মধ্যে রয়েছে তার পরা একটি ব্লাউজ। সেটি ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গেছে। যদিও এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হতে পারে বলে আশা করা হয়েছিল। জানা গেছে, জমাকালো ড্রেসটি ১৯৮১ সালে চালর্সের সঙ্গে এনগেজমেন্টের সময় পড়েছিলেন ডায়না।
সূত্র: বিবিসি
কেএসকে/এএসএম