দেশজুড়ে

স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহ-৪ আসনে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫২) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরসিরতা ইউনিয়নের হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

Advertisement

রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুরের মৃত নুর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

চর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ জাগো নিউজকে বলেন, হুতারপাড়া মোড়ের আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। ক্যাম্প তৈরি নিয়ে ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) ও রফিকুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস