প্রবাস

ইপিএস বাংলা কমিউনিটির সভাপতি জাহিদ সম্পাদক রশিদ

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার ৯ম নির্বাচন সম্পন্ন হয়েছে। এক দশক আগে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে যাত্রা করে সংগঠনটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ইপিএস কর্মীদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Advertisement

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৭ ডিসেম্বর সিউলের ফরেইন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে ইপিএস কর্মীদের সংগঠনের ৯ম নির্বাচন।

ইপিএস বাংলা কমিউনিটির সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদের পাঁচ সদস্য নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন ও নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে তাদের আগামী বছর ২০২৪ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন জাহিদ খান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আব্দুর রশিদ মন্ডল।

Advertisement

২০১২ সালে কিছু উদ্যমী ব্যক্তির মাধ্যমে পরিচালিত ফেসবুক গ্রুপ ‘ইপিএস বাংলা’ গ্রুপের মাধ্যমে প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। পরে ২০১৫ সালে ভার্চুয়াল জগত থেকে বের হয়ে সমন্বয়ক কমিটির মাধ্যমে ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’ নামে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাদের নির্বাচিত করায় ধন্যবাদ জানান। আগামী বছরে কমিউনিটির কার্যক্রম পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমআরএম/জেআইএম

Advertisement