বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)`র অতিরিক্ত মহাপরিচালক এবং মিয়ানমার পুলিশ ফোর্সের ডেপুটি চিফ পর্যায়ের মধ্যে আগামী ১৬ থেকে ২১ ডিসেম্বর সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সীমান্ত সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মিয়ানমার পুলিশ ফোর্সের ডেপুটি চিফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল থিং উ-এর নেতৃত্বে ৬ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল আগামী ১৬ ডিসেম্বর ঢাকা আসবেন।আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০ টা থেকে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। মিয়ানমার প্রতিনিধিদলে পুলিশ ফোর্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।অপরদিকে, বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক, নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার, মো. লতিফুল হায়দার, নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবে।বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক, সাউথ-ইস্ট রিজিয়ন কমান্ডার, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।উল্লেখ্য, আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের পূর্বে মিয়ানমার পুলিশ ফোর্স ও বিজিবি প্রতিনিধি দলের সদস্যবৃন্দ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সম্মেলনে আলোচিত সকল বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামী ২০ ডিসেম্বর সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হবে। মিয়ানমার প্রতিনিধিদল ২১ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে।
Advertisement