রাজনীতি

নৌকা পেয়েই ভোটের প্রচারে নায়ক ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

Advertisement

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দ পান তিনি। প্রতীক বরাদ্দ পেয়েই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে নিজ নির্বাচনী এলাকা নিউমার্কেটের (বিজিবি-৩ নম্বর গেট) সামনে থেকে প্রচারণা শুরু করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান৷

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নিউমার্কেটের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’, ‘নির্বাচনে মার্কা কী, নৌকা ছাড়া আর কী’, ‘এবারের মার্কা, নৌকা মার্কা’, ‘শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা’, ইত্যাদি স্লোগান দিতে যায়।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে প্রথমবার নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন নায়ক ফেরদৌস।

Advertisement

নির্বাচনী প্রচারণায় ফেরদৌস বলেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবাইকে সম্মানিত করেছেন। এই ভালোবাসার প্রতিদান আমি দুই গুণ, তিন গুণ বাড়িয়ে প্রধানমন্ত্রীকে ফেরত দিতে চাই। আর এটি একমাত্র সম্ভব নৌকার বিরাট জয়ের মাধ্যমে।

তিনি বলেন, আজ প্রতীক বরাদ্দ পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি। আমি চেষ্টা করবো দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি মানুষের দরজায় পৌঁছানোর জন্য৷

এসময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷

এনএস/এমকেআর/জেআইএম

Advertisement